প্রিয়তমার লেখা প্রথম চিঠি

the love latter for you





the dairy and the pen


love latter

Date - 16/11/2019
Dear Husband

পত্রের প্রথমে তোমাকে জানাই আমার রিদয়ের বাগান থেকে বাছাই করা লাল টুক টুকে গোলাপের শুভেচছা। 

ভালবাসা শব্দের ভেতরে এত যন্ত্রণা, এত কষ্ট আগে কখনো জানতাম না। 
যখন জানতে পেরেছি এই শব্দটি বারবার ঘ্রাস করেছে আমাকে এই শব্দটি এসে বার বার অশান্তি দিচ্ছে। 
আমি এর অমিলহীন শব্দে নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। 

জানু আমি তোমাকে কি করে যে বলব ভালবাসি, 
জানু আমি তোমাকে এমন ভালবাসি,, যে ভালবাসা আমাদের প্রিয়নবী হযরত ইউসুফ ( রা ) তার বিবি কে বেসেছিল। 

এবং আদম ( আ ) তার বিবি হাএয়াকে বেসেছিল। 
মজনু, লাইলাকে বেসেছিল, ফরহাদ সিরিকে বেসেছিল, সম্রাট শাহজাহান মমতাজকে বেসেছিল, কৃষ্ণ রাধাকে বেসেছিল, চণ্ডীদাস রজকিনীকে বেসেছিল, জুলিয়েট রোমিও কে বেসেছিল,
জানু, এমন ভালবাসা আমি তোমাকে বাসি। 

আমি জানি, আমার আশা তুমি, আমার ভালবাসা সব টুকু তুমি বুঝতে পারবে। 

জানু, বাগানে অনেক ফুল ফুটে হয়তো লাল গোলাপ, রজনীগন্ধা, জুই, বেলি, চামেলি, হাসনাহেনা কিন্তু মানুষের মনের বাগানে একটাই ফুল ফোটে R আমার বাগানের সেই ফুল হলে তুমি। 
R আকাশেতে যত তারা বাগানেতে যত ফুল তোমার R আমার ভালবাসা হবে না কোনো ভুল। 

R সাগরে ঢেউ আছে, 
নদীতে অনেক জল, 
তোমার আমার ভালবাসা হবে না বিফল। 

I 💘 U

Love মানে ভালবাসা, দুইটা মনের জানাজানি,
তোমাকে চাই আমি। 
আর কাছে পেতে লোকে করুক না যত কানাকানি। 

জানু কষ্ট ভুলে পড়ে নিও। 
ভালবাসি বলে উত্তর দিও।
আসি বলে চলে গেলাম, 

i love you বলে বিদায় নিলাম।



Comments